চলমান ট্র্যাফিক সপ্তাহের দ্বিতীয় দিনে রাজধানীতে সোমবার (৬ আগস্ট) ট্রাফিক আইন অমান্যের জন্য মোট ৭৩১৯টি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও ৪ লাখ ৬৬ হাজার ৭৭২ টাকা জরিমানা করেছে ডিএমপির ট্র্যাফিক বিভাগ।
এসময় ট্র্যাফিক অভিযানে ১৪২টি মোটরসাইকেল আটকসহ ৮৩৭টি গাড়ি ডাম্পিং ও রেকার করা হয়।
ট্র্যাফিক বিভাগ সূত্রে জানা যায়, গাড়ির ফিটনেস, উল্টোপথে গাড়ি চালানো, গাড়িতে হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট ব্যবহার এবং মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য উল্লেখিত মামলা করা হয়।
এছাড়াও এ সময় ট্র্যাফিক নিয়ম ভঙ্গের কারণে গাড়ির চালকের বিরুদ্ধে ১৪৯৬টি মামলা করা হয়।
ট্র্যাফিক সপ্তাহ উপলক্ষে এ অভিযান পরিচালনা করা হয়। ডিএমপির ট্র্যাফিক বিভাগ পরিচালিত এই ‘ট্র্যাফিক সপ্তাহ’ আগামী ১১ আগস্ট পর্যন্ত চলবে।
আজকের বাজার/একেএ