রাজধানীতে জেলা প্রশাসকদের (ডিসি) তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার।
সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ডিসি সম্মেলনের প্রধান অনুষ্ঠান শুরু হবে।
সোমবার (২৩ জুলাই) মন্ত্রিপরিষদ সচিব (সংস্কার ও সমন্বয়) এনএম জিয়াউল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সম্মেলনের প্রথম দিন বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
এবারের সম্মেলনে কমপক্ষে ১৮টি কার্য অধিবেশন হবে। সম্মেলনে মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও ৫২টি মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিবরা যোগ দেবেন।
ডিসিদের দেয়া ৩৪৭টি প্রস্তাবনা দিয়ে সম্মেলনে আলোচনা হবে বলেও জানান জিয়াউল আলম।
সম্মেলনের মূল বিষয়গুলো হলো- ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন, দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্য সেবা এবং উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন।
জেলা প্রশাসকরা সম্মেলন চলাকালে ২৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সাক্ষাৎ করবেন।
এছাড়া তারা পরদিন মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও সচিবদের সাথে মতবিনিময় করবেন।
আজকের বাজার/এমএইচ