রাজধানীতে ডিস ব্যবসায়ি হত্যা মামলার রায়ে ৯ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মনির কামাল এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- নাছিম, আব্দুল মালেক, জয়নাল আবেদীন, ইকবাল হোসেন, জোহরা হক, ইয়াছিন, আবুল হাসেম, দুলাল ড্রাইভার ও সেলিম। এছাড়া রায়ে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়। রায় ঘোষণার সময় নাছিম আদালতে উপস্থিত ছিলেন। অপর ৮ আসামি পলাতক। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। ট্রাইব্যুনালের পেশকার আলমগীর হোসেন সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিকটিম দেওয়ান কামাল পাশা ওরফে দিপুর সাথে আসামিদের ডিস ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ছিল। ১৯৯৬ সালের ১৩ জানুয়ারি মিরপুরের মাজার রোডে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক হিসাবরক্ষক দেওয়ান আব্দুর রহমান বাদি হয়ে মিরপুর থানায় একটি মামলা করেন।
সিআইডি পুলিশের পরিদর্শক মোহাম্মদ নাছিরউদ্দিন ২০১৩ সালের ১০ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০০৫ সালের ১৫ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় ১৫ জনের মধ্যে ৯ জনের সাক্ষ্য গ্রহন এবং তথ্য প্রমাণ ও আলামত বিশ্লেষন শেষে আজ এ রায় ঘোষনা করা হয়। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান