রাজধানীতে ডেঙ্গুতে নারী পুলিশ কর্মকর্তার মৃত্যু

রাজধানীতে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক নারী উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।

নিহত কোহিনুর আক্তার মালিবাগের এসবি কার্যালয়ে নিযুক্ত ছিলেন।

মালিবাগ এসবি কার্যালয় সূত্র জানায়, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কোহিনুর রাজধানীর সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, রাজধানীসহ সারাদেশে প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোম ও মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিবের স্ত্রীসহ অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।

সরকারি তথ্যমতে, মঙ্গলবার সারাদেশে এক হাজার ৩০০ জনের বেশি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে এবং সোম ও মঙ্গলবার ঢাকা ও বরিশালে এ রোগে পাঁচজনের মৃত্যু হয়েছে।

সরকার বলছে, গত জানুয়ারি থেকে সারাদেশে ১৫ হাজার ৩৬৯ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১০ হাজার ৯৫৩ জন সুস্থ হয়েছে এবং ৪ হাজার ৪০৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

সারাদেশে এ রোগে আক্রান্ত হয়ে সরকার আটজনের মৃত্যুর তথ্য জানালেও বেসরকারি হিসেব মতে এ সংখ্যা আরও অনেক বেশি হওয়ার কথা।