রাজধানীর মগবাজারের আবাসিক হোটেলে বৃষ্টি নামক তরুণীকে হত্যা মামলার একমাত্র আসামি সুমনকে মিরপুর থেকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১৭ জুলাই) সন্ধ্যায় মিরপুরের পাইকপাড়ায় অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করা হয়।
গত ১৬ জুলাই বৃষ্টিকে নিয়ে বৈকালী নামক হোটেলের একটি কক্ষ ভাড়া নেয় সুমন। কথা কাটাকাটির এক পর্যায়ে বৃষ্টির উপর ক্ষিপ্ত হয়ে তাকে শ্বাস রোধ করে পালিয়ে যায় সুমন।
বুধবার সকালে কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান র্যাব-৩ এর সিইও লে. কর্নেল এমরানুল হক। বৃষ্টির গলায় ওড়না পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করে বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সুমন। র্যাব জানায়, সুমন সম্পর্কে বৃষ্টির ভগ্নিপতি। দীর্ঘ দিন ধরে তাদের মধ্যে অবৈধ সম্পর্ক চলছিল।
আজকের বাজার/আরআইএস