রাজধানীতে তীব্র যানজট

বৃষ্টিতে এক পশলা শান্তি তবুও যেন দুর্ভোগ। রাজধানীতে কয়েক ঘণ্টার বৃষ্টিতে মহনগরের বিভিন্ন এলাকায় জলজটের কারণে তীব্র যানজট। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। ভ্যাপসা গরমে কিছুটা স্বস্তি মিললেও যানজটের ভোগান্তিতে নাকাল নগরবাসী।

এদিকে রাজধানীর পল্টন, মিরপুর, কাকরাইলসহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। তলিয়ে যাওয়া রাস্তায় গাড়ির চাকার প্রায় অর্ধেক পানিতে ডুবে যায়। এতে ব্যাহত হয় সাধারণ মানুষের চলাচল। ফুটপাথে চলাচলকারীদেরও দুর্ভোগে পড়তে হয়।

এরআগে, ভোররাত থেকে প্রায় ঘন্টা খানেকের ভারি বৃষ্টিতে রাস্তায় জলাবদ্ধতার কারণে দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। নগরীর অলিগলিসহ বড় সড়কে পানি ওঠায় অফিসগামী মানুষকে চরম বিপাকে পড়তে হয়।

রাজধানীর ফার্মগেট। প্রতিনিয়ত যেখানে হাজারো মানুষের চলাচল। আসা যাওয়ার দুই রাস্তায় সমানভাবে যানজটের বিকল হয়েছে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। বৃষ্টি ও আর যানজটে থমকে গেছে রাজধানীর জনজীবনের স্বাভাবিক জীবনযাত্রা।

আজকের বাজার/আরআইএস