রাজধানীর সাভারে ফাঁকা বাসা পেয়ে ৯ বছরের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে পালিয়েছে তারই প্রতিবেশী শামিম।
বৃহস্পতিবার (১৭ মে) দিবাগত রাতে রাজধানীর সাভারের হেমায়েতপুরের জাদুরচর এলাকার আনুর বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে।
ঘটনাসূত্রে জানা যায়, চাকরির সুবাদে ওই মেয়েটির মা-বাবা অন্যান্যদিনের মতো পোশাক কারখানায় কাজে ব্যস্ত ছিলেন। এসময় বাসায় অন্য কেউ না থাকায় মেয়েটিকে এক পেয়ে ফাঁকা বাসায় ধর্ষণ করে পালিয়ে যায় ধর্ষক শামিম।
এলাকাবাসী জানান, ধর্ষণের শিকার শিশুটি বাবা-মায়ের সঙ্গে হেমায়েতপুরের একটি বাড়িতে ভাড়া থাকে। শিশুটি স্থানীয় জাদুরচর এলাকায় ব্র্যাক স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে। তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার খোসনা গ্রামে।
বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা-মা পোশাক কারখানায় কাজে ব্যস্ত ছিল। এ সুযোগে ওই বাড়ির অন্য ভাড়াটিয়া ভ্যানচালক শামিম শিশুটিকে নিজের ঘরে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে ধর্ষক শামিম পালিয়ে যায়।
পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে রাতেই সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার-ওসিসিতে পাঠানো হয়।
সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা করা হযেছে। ধর্ষণকারীকে আটক করার চেষ্টা চলছে।
আজকের বাজার/ এমএইচ