রাজধানীতে পুলিশের সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ার শেল ছুড়তে দেখা গেছে। এক পর্যায়ে শিক্ষার্থীরা আফতাবনগরে জহুরুল ইসলাম সিটিতে ঢোকেন।
সোমবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে আফতাব নগরে এ ঘটনা ঘটে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে রাস্তায় অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছোড়ে পুলিশ। শিক্ষার্থীরা ৪-৫টি গাড়ি ভাঙচুর করে।
আজকের বাজার/একেএ