রাজধানীর মহাখালীতে একটি বাসায় নকল আইফোন তৈরির কারখানার সন্ধান পেয়েছেন শুল্ক গোয়েন্দারা। শনিবার (১৯ মে) দুপুরে মহাখালীর ডিওএইচএস’র একটি বাসা থেকে ৩৬টি আইফোন জব্দ করেছেন তারা।
শুল্ক গোয়েন্দা বিভাগ সূত্রে জানা যায়, মহাখালীর নিউ ডিওএইচএসের ২৭ নম্বর রোডের ৩৫৬ নম্বর বাসায় ‘টি জে ইলেকট্রনিক লিমিটেড’ নামের নকল আইফোন তৈরির একটি কারখানার সন্ধান পাওয়া গেছে। ওই প্রতিষ্ঠানটি থেকে ৩৬টি আইফোন জব্দ করা হয়েছে। এ ছাড়া বিপুল পরিমাণ যন্ত্রাংশও সেখান থেকে উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক পায়েল পাশা জানান, আমাদের কাছে গোপন তথ্য ছিল সেখানে শুল্ক ফাঁকি দিয়ে আইফোন এনে বিক্রি করা হয়। কিন্তু এসে দেখলাম বিভিন্ন যন্ত্রাংশ সংযোজনের মাধ্যমে নকল আইফোন তৈরি হয়।
তিনি আরও জানান, ৩৬টি আসল আইফোন পাওয়া গেছে। তবে এগুলোর আমদানির কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেননি। অভিযানকালে কিছু এইচটিসি ও এলজি হ্যান্ডসেট উদ্ধার করা হয়েছে। এছাড়া কয়েকশ’ আইফোনের খালি বাক্স পাওয়া গেছে। ধারণা করা হচ্ছ, এই মোড়কেই নকল আইফোন বিক্রি করা হত। এভাবে নকল আইফোন তৈরির মাধ্যমে একদিকে গ্রাহকের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, আবার অন্যদিকে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছে।
উপ-পরিচালক পায়েল পাশা জানান, জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে নকল আইফোন তৈরির যন্ত্রাংশ হিসেবে ব্যাটারি, র্যাম, মাদার বোর্ড জব্দ করে নিয়ে গেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
এদিকে আটক কর্মচারীরা দাবি করেছেন, তারা নকল আইফোন তৈরি করেন না। অনলাইনের মাধ্যমে সার্ভিসিংয়ের জন্য আইফোন সংগ্রহ করা হয়। পরে সেগুলো আবার গ্রাহকদের কাছে পৌঁছে দেয়া হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের নেতৃত্বে র্যাবের সহযোগিতায় এ অভিযান বেলা ১১টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়।
আজকের বাজার/একেএ