রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবি’র ‘উলফ প্যাক’ এর পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গতকাল বৃহস্পতিবার দুপুর ১.৪৫টায় ওই আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে-মোহাম্মদ শিবলী শাহাজাদ ওরফে সাদী, শাহ এম আসাদুল্লাহ মর্তুজা কবীর ওরফে আবাবিল, মাসরিক আহমেদ, মো: আশরাফুল আল আমীন ওরফে তারেক ও এস এম তাসনিম রিফাত। এ সময় তাদের কাছ থেকে তুলা দিয়ে পেচানো অবস্থায় ১০ টি ডেটোনেটর এবং ৪ টি সান ব্যান্ডের গ্যাসের বোতল ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।
সিটিটিসি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা নব্য জেএমবি’র একটি ‘উলফ প্যাকের’ সদস্য। তারা দেশের ও বিদেশের কিছু সন্ত্রাসী সংগঠনের অনলাইন প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে পুলিশকে টার্গেট করে হামলা পরিচালনার পরিকল্পনা ও বাস্তবায়নের উদ্দেশ্যে শলা-পরামর্শ করার জন্য সেখানে একত্রিত হয়েছিল। তারা প্রত্যেকেই এনক্রিপটেড এ্যাপ সিক্রেট চ্যাটের মাধ্যমে পারস্পারিক যোগাযোগ করতো।
তাদের বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।