রাজধানীতে শনিবার 'বাংলাদেশ ও নর্ডিক দেশ: অংশীদারিত্বের সম্ভাবনা' শীর্ষক একটি সংলাপ শুরু হয়েছে। রাজধানীর সিক্স সিজন হোটেলে সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই সংলাপে বক্তারা হলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রুপ পেটারসেন, বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন এবং বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত চার্লোটা স্লাইটার। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান