রাজধানীর রমনা এলাকার মগবাজার ফ্লাইওভার থেকে এক নারীর একটি হাত ও দু’টি পা উদ্ধার করা হয়েছে।
রোববার (২৭ মে) রাত ১১টার দিকে সেগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, রোববার রাত ১১টায় একজন ট্রাফিক সদস্য মোটরসাইকেল দিয়ে ফ্লাইওভার পাড় হচ্ছিলেন। এ সময় ফ্লাইওভারে একটি পরিত্যক্ত ব্যাগ চোখে পড়ে। সন্দেহ হলে ওই ট্রাফিক সদস্য থানা পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশ সেখানে গিয়ে ওই ব্যাগ খুলে নারীর পা ও হাত উদ্ধার করে।
উদ্ধার হওয়া ওই হাতে চুরি পড়া থাকায় প্রাথমিকভাবে হাত ও পা দু’টি নারীর বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, উদ্ধার হওয়া হাত ও পা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আজকের বাজার/ এমএইচ