রাজধানীতে নিজের বন্দুকের গুলিতে পুলিশের ‘আত্মহত্যা’

রাজধানীর মিরপুর-১৪ নম্বরে পুলিশ লাইনে এক পুলিশ কর্মকর্তা বৃহস্পতিবার ভোরে আত্মহত্যা করছেন বলে খবর পাওয়া গেছে। নিহত কুদ্দুস সাহা (৩১) পুলিশের নায়েক পদে কর্মরত ছিলেন। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, কুদ্দুস মিরপুর পুলিশ লাইন্স ব্যারাকে বসবাস করতেন। সম্ভবত ভোর সাড়ে ৫টার দিকে তিনি নিজের বন্দুক দিয়ে বুকে গুলি করেছিলেন। ময়নাতদন্তের জন্য তার লাশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান