রাজধানীর দক্ষিণখান থানার মিয়াপাড়া এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের দেয়াল ধসে পড়ে ঘুমন্ত অবস্থায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
নিহতের নাম খাইরুন্নেসা (৭০)। এঘটনায় নিহতের নাতনী ও ছেলের বউসহ আরও ৩জন আহত হয়েছেন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদেরকে স্থানীয় লোকজন ও দক্ষিণখান থানা পুলিশ উদ্ধার করে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মিয়াপাড়া এলাকায় ঝড়ের সময় এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শিকদার মোহাম্মদ শামীম আজ শুক্রবার সকালে বাসসকে এ তথ্য জানান।
দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার ও স্থানীয় বাসিন্দা বোরহান উদ্দিন জানান, গতকাল রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণখানের মিয়াপাড়া এলাকায় ৮তলা বিশিষ্ট একটি বহুতল নির্মানাধীন ভবনের কাজ করার সময় ওই ভবনের পঞ্চম তলা থেকে ইটের গাঁথুনি দেওয়া একটি দেয়াল ধসে নিচের টিনশেড বাড়ির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
এসআই প্রদীপ কুমার জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য নিহতের মৃতদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়।