রাজধানীতে ‘পররাষ্ট্রনীতিতে মূল্যবোধ বা তার অনুপস্থিতি’ শীর্ষক এক সংলাপ শনিবার সকালে শুরু হয়েছে।
সিক্স সিজন হোটেলে অনুষ্ঠানে বিষয়টির ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব, পণ্ডিত, লেখক এবং কমনওয়েলথ অফ নেশনসের উপ-মহাসচিব কৃষ্ণান শ্রীনিবাসান।
ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের প্রিন্সিপাল রিসার্চ ফেলো ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান।
কসমস গ্রুপের জনহিতকর প্রতিষ্ঠান কসমস ফাউন্ডেশন আয়োজিত কসমস সংলাপের অ্যাম্বাসেডর লেকচার সিরিজের আওতাধীন এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত রয়েছেন। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ