পানির ট্যাংকিতে পড়ে নুরুন্নাহার কাজল (৫৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোর ৫টার দিকে রাজধানীর চকবাজারে ঢাকেশ্বরী রোডের একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুন্নাহার কাজল ওই এলাকার মৃত রুহুল আমীন শেখের স্ত্রী।
নিহতের পরিবার জানায়, সকালে ট্যাংকিতে পানি তোলার জন্য মোটর চালু করতে নিচে যান তিনি। এ সময় পানির ট্যাংকির ঢাকনা সরিয়ে উঁকি দিয়ে দেখার সময় তিনি ট্যাংকির ভেতরে পড়ে যান। এর কিছুক্ষণ পর তার ভাই সেলিমসহ ছেলেমেয়েরা তাকে খুঁজতে নিচে গেলে তাকে ট্যাংকির মধ্যে ভাসতে দেখেন। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসাধীন তিনি মারা যান।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া।
আজকের বাজার/আরজেড