রাজধানীতে পিকআপের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর রায়েরবাগে পিকআপ ভ্যানের ধাক্কায় মানিক (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ জুন) ভোরে রায়েরবাগে পথচারী সেতুর নিচে এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদির জানান, পদচারী সেতুর নিচে রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় মানিক আহত হন। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত যুবক কদমতলী এলাকায় থাকতেন। বাসচালকের সহকারী হিসেবে মানিক মিয়া কাজ  করতেন বলে জানা গেছে।

ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরজেড/