রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাস চালকসহ ২ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, বাস চালক জাহাঙ্গীর আলম (২৬) ও পথচারী ইসমাইল হোসেন (৫৮)।
দুর্ঘটনার পর পুলিশ ট্রাস্ট পরিবহনের বাসটিকে আটক করেছে।
মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বনানীর সৈনিক ক্লাব ও সায়দাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিএম ফরমান আলী আজ বুধবার বাসসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে রাজধানীর বনানী সৈনিক ক্লাবের সামনে বাস চাপায় ইসমাঈল হোসেন (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাস্ট পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে। বাসের চালক কৌশলে পালিয়ে গেছে। তাকে ধরার চেষ্টা চলছে।
পুলিশ জানায়, মিরপুরে যাওয়ার উদ্দেশ্যে ট্রাস্ট পরিবহনের বাসটিতে উঠার সময় পড়ে গিয়ে চাকায় পৃষ্ঠ হন ইসমাঈল। পরে মুমূর্ষ অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ বুধবার ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ইসমাঈলের ছোট ভাই মো. ইসহাক আলী জানান, তাদের গ্রামের বাড়ি সাতক্ষিরা জেলার দেবহাট্টা থানা এলাকায়।
এদিকে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় বাস থামিয়ে এর পাশে দাঁড়িয়ে ছিলেন চালক জাহাঙ্গীর আলম। এসময় হেলপার বাসটি ঘুরানোর সময় পাশে থাকা অন্য আরেকটি বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হয় জাহাঙ্গীর আলম। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জাহাঙ্গীর চাঁদপুর জেলার কচুয়া উপজেলার হেলাল উদ্দিনের ছেলে। সে সুরমা সুপার নামে একটি বাসের চালক ছিল।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান আজ বাসসকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ময়না তদন্তের জন্য নিহত বাস চালকের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা আ.ছে।