রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর খিলগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় মোস্তফা (৩২) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২২ জুলাই) সকালে খিলগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা রাজধানীর বনানীর একটি কোম্পানির গাড়িচালক ছিলেন। তিনি খিলগাঁও এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

স্বজনদের বরাত দিয়ে খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, সকালে বাসা থেকে বাইসাইকেল চালিয়ে খিলগাঁও অফিসে যাচ্ছিল মোস্তফা। পথে ওই এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

মোস্তফাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন তার মৃত্যু হয়। প্রাইভেটকারটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান ওসি।

আজকের বাজার/আরআইএস