দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই রাজধানীতে ফিরছে মানুষ।
ঢাকামুখী মানুষের পাশাপাশি ঘর থেকেও বের হচ্ছেন অনেকে। এতে বেড়েছে যানবাহন চলাচল। এমন অবস্থায় অনেকটাই ঢিলেঢালে লকডাউন পরিস্থিতি।
যদিও নির্দেশনা অনুযায়ী সবাইকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ সদস্যরা। অকারণে ঢাকায় প্রবেশের চেষ্টা করলে দেয়া হচ্ছে মামলা। দূর পাল্লার বাস ও গণপরিবহণ বন্ধ থাকলেও, ভেঙে ভেঙে রাজধানীতে ঢুকছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ঢাকায় প্রবেশের পর গন্তব্যে যাচ্ছেন সিএনজি কিংবা ব্যাটারি চালিত অটোরিকশায়। সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় শিথিলতা লক্ষ্য করা গেছে। করোনাভাইরাসের কারণে সরকারি ছুটির মেয়াদ ১৬ই মে পর্যন্ত বাড়ানো হয়েছে।