রাজধানীর হাজারিবাগ বেড়িবাঁধ এলাকায় রোববার দিবাগত রাতে কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তির নিহতের কথা জানিয়েছে র্যাব।
র্যাবের দাবি, নিহত মনির (৪৬) ও গিয়াসউদ্দিন (৪২) ছিনতাইকারী দলের সদস্য।
র্যাব-২ এর কর্মকর্তা মহিউদ্দিন ফারুকীর ভাষ্য, পাঁচ/ছয়দিন আগে ইস্পাহানি টি লিমিটেডের ৯ টন চা বহনকারী কভার্ডভ্যান শ্রীমঙ্গল থেকে ছিনতাই করে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র।
ছিনতাইকারীরা ওই ভ্যানটি নিয়ে পুরান ঢাকায় আসছে এমন তথ্যের ভিত্তিতে র্যাব-২ হাজারিবাগ থানার মধুমতি সিটি এলাকায় চেকপোস্ট বসায়।
রাত পৌনে ৩টায় কভার্ডভ্যানটি চেকপোস্ট অতিক্রম করার সময় তাদের থামতে সংকেত দেয়া হয়। এসময় ছিনতাইকারীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়।
তিনি বলেন, বন্দুকযুদ্ধের পর র্যাব ভ্যানচালক মনির এবং তার সহকারী গিয়াসউদ্দিনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করার কথা জানিয়ে র্যাবের এই কর্মকর্তা বলেন, বন্দুকযুদ্ধে তাদের দুই সদস্য আহত হয়েছেন।
আজকের বাজার/এমএইচ