বাড্ডায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ছবি : ইন্টারনেট

রাজধানীর বাড্ডায় বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছে।

বুধবার (৪ জুলাই) রাতে বাড্ডার সাঁতারকুল রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) শহীদ জানান, দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাড্ডার সাঁতারকুল রোড এলাকায় ডিবি পুলিশের সঙ্গে একদল সন্ত্রাসীদের গুলিবিনিময় হয়।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

নিহতদের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই।

আরজেড/