রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন ছিনতাইকারী নিহত: র‌্যাব

রাজধানীর শ্যামলী এলাকায় শনিবার রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন এক ছিনতাইকারী নিহতের কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)। নিহত হানিফ মিয়া ওরফে শাহিন বিশ্বাস (৪৮) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের মৃত বুদ্দিয়া উদ্দিনের ছেলে। র‌্যাব-২ এর কর্মকর্তা পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকীর ভাষ্য, রাত ১১টার দিকে ওই এলাকায় কিডনি রোগ ও ইউরোলজি হাসপাতালের সামনে নিয়মিত টহল দেয়ার সময় র‌্যাবের সদস্যরা একটি অটোরিকশা থামায়। এসময় গাড়ির চালকসহ তিনজন হঠাৎ র‌্যাবকে লক্ষ্য করে এবং অপর এক ব্যক্তি অটোরিকশার ভেতর থেকে গুলি চালায়। এসময় র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়ে।

তার দাবি, ‘গোলাগুলির’ এক পর্যায়ে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সেসময় র‌্যাব গুলিবিদ্ধ হানিফকে আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই কর্মকর্তা আরও দাবি করেন, ঘটনাস্থলে অটোরিকশা থেকে একটি বিদেশি পিস্তল এবং ছয়টি গুলি উদ্ধার করা হয়েছে। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান