রাজধানীর রামপুরার আমুলিয়া স্টাফ কোয়ার্টার এলাকায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে বুধবার ভোর রাতে।
ভোর সাড়ে ৫টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, নিহতের লাশ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রয়েছে।
আজকের বাজার/ এমএইচ