রাজধানীর বসুন্ধরা শপিং মলের সামনে মোবাইল ফোন ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
শনিবার (১৯ মে) দুপুর ২টার দিকে এ বিক্ষোভ শুরু করেন তারা।
কাস্টমস গোয়েন্দার একটি ইউনিট বসুন্ধরা শপিং মলে মোবাইল ফোনের দোকানে অনুমোদনবিহীন আমদানি করা মোবাইল সেটের বিরুদ্ধে অভিযান চালায় আজ। একটি দোকান থেকে বেশ কিছু মোবাইল সেট জব্দ করলে ব্যবসায়ীরা প্রতিবাদ করেন।
তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছে, বিনা শুল্কে আমদানি করা এসব মোবাইল সেট অবৈধ। পরে মোবাইল ফোনের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে মার্কেটের সামনে বিক্ষোভ করেন। এক পর্যায়ে ব্যবসায়ীরা মার্কেটের সামনে পান্থপথ সড়ক অবরোধ করেন। ঈদ মার্কেটে রাস্তা অবরোধ করায় যানজটের সৃষ্টি হয়েছে।
আজকের বাজার/একেএ