রাজধানী ঢাকার বিমানবন্দরে বাসের ধাক্কায় মোহাম্মদ নাজমুল হাসান ফুয়াদ (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার (৪ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে বিমানবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফুয়াদ তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ সেবা খাতের কোম্পানি এডিএন টেলিকমের রেভিনিউ অ্যাসুরেন্স বিভাগের সিনিয়র অফিসার ছিলেন বলে জানা গেছে।
সকালে দক্ষিণ খানের বাসা থেকে একটি রাইড শেয়ারিং কোম্পানির মোটরসাইকেলে মহাখালীতে অফিসে যাওয়ার পথে নাজমুল দুর্ঘটনায় পড়েন বলে এডিএন টেলিকমের হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইনান্স আবদুল আলীম জানান।
বিমানবন্দর থানার এসআই মো. শরিফ হোসেন জানান, বিআরটিসির একটি দোতলা বাস পেছন থেকে ওই মোটর সাইকেলে ধাক্কা দিলে আরোহীরা ছিটকে পড়ে যান। বাসটির একটি চাকা নাজমুলের মাথার ওপর দিয়ে চলে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় মোটরসাইকেল চালক মিরাজুল ইসলামও আহত হয়েছেন। তাকে হাসপাতাল পাঠানো হয়েছে। পুলিশ বিআরটিসির বাস ও চালক আজিজুল হক সোহাগকে গ্রেপ্তার করেছে।
আরজেড/