উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় বিএনএস টাওয়ারের সামনে রবিবার সকালে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী যুবক নিহত হয়েছেন। তারা হলেন-ফাহাদ(২৫)ও রাসেল(২৪)। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)তপন চন্দ্র সাহা জানান, বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনায় রাসেল ঘটনাস্থলেই নিহত হন। আহত ফাহাদকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, সকালে তিনটি মোটরসাইকেল যোগে ছয় বন্ধু যাত্রাবাড়ী থেকে উত্তরায় আসে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান