রাজধানীতে বাসের ধাক্কায় মিতু নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর রায়েরবাগ হাশেম খান রোডে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন নিহত স্কুলছাত্রীর মা শিরিন বেগম।
পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিতুকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রায়েরবাগ হাশেম খান রোডে মা ও মেয়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় নারায়ণগঞ্জগামী যাত্রীবাহী একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তারা।
পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
আজকের বাজার/আরজেড