রাজধানীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (০১ জুলাই) দুপুরের দিকে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ওভারব্রিজের কালশি এলাকায় এ দুর্ঘটনা করে।

নিহত ব্যক্তির নাম শিহাব। তিনি ব্র্যাক স্কুলের শিক্ষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক জানান, শিহাব মোটরসাইকেল নিয়ে কালশি ওভারব্রিজ এলাকা দিয়ে যাওয়ার সময় বসুমতি পরিবহনের একটি বাস তাঁকে চাপা দিয়ে চলে যায়। শিহাবকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আজকের বাজার/এমএইচ