রাজধানীতে বিজিবি মোতায়েন

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় রাজধানীর রাজপথে বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে ঢাকায় ২০ প্লাটুন বিজিবি নেমেছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা বলেন, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়োজিত নিয়মিত বাহিনীগুলোর পাশাপাশি বিজিবিও আজ বুধবার সন্ধ্যা থেকে কাজ শুরু করেছে।

তিনি বলেন, দেশের বিভিন্ন জেলায় সন্ধ্যা পর্যন্ত সব মিলিয়ে ৭০ থেকে ৮০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে মহসীন রেজা জানান।

উল্লেখ, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই মামলার অন্যতম আসামি।

এ রায় ঘিরে উত্তেজনার মধ্যে মঙ্গলবার রাত থেকেই ঢাকা ও মহানগরীগুলোর পথে পথে ব্যাপক তল্লাশির পাশাপাশি মহাসড়কে কড়া নজরদারি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজকের বাজার : আরএম/৭ ফেব্রুয়ারি ২০১৮