রাজধানীর যাত্রাবাড়ীর মোমেনবাগ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত দু’জন হলেন- জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী আকলিমা আকতার (৩৮)।
শনিবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম।
ওসি মাজাহারুল ইসলাম জানান, তারা মোমেনবাগ এলাকায় একটি সেমিপাকা ঘরে থাকতেন। ভোরের দিকে স্ত্রী গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে চিৎকার করেন। এসময় স্বামী দ্রুত ছুটে যান তাকে বাঁচাতে। সেসময় স্বামীও বিদ্যুৎস্পৃষ্ট হন।
ওসি আরও জানান, সকালেই জাহাঙ্গীরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে বেলা দেড়টায় আকলিমাকেও ঢামেক হাসপাতালে নিয়ে যান তার ছেলে। চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
বর্তমানে ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আজকের বাজার/এমএইচ