রাজধানীর শ্যামপুরে বিদ্যুৎস্পর্শে ২জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (৩১মে) শ্যামপুরের পুরনো আলীবহর এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন, রেজাউল (২০) ও হাফিজুল (২৩)।
আহত আলী (২২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের স্বজনরা জানান, বৃহস্পতিবার (৩০মে) শ্যামপুরের পুরনো আলীবহর এলাকার একটি নির্মাণাধীন ভবনের ১তলায় ওই ৩জন শ্রমিক ভবনের নির্মাণকাজ করছিলেন।
তারা কাঁধে করে রড উঠানোর সময় ভবনের পাশের বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পর্শ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক ২জনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আহত আলী হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।।
আজকের বাজার/এসএম