রাজধানীর ফার্মগেট সুপার মার্কেটে থাই অ্যালুমিনিয়ামে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে জিয়াউল হক (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তার বাড়ি ফেনীর দাগনভূঁইয়া উপজেলার ইয়াতুপপুর গ্রামে। তবে ঢাকায় সে কোথায় থাকে তা জানা যায়নি।
বুধবার (১৬ মে) সকালে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, জিয়াউল হক ফার্মগেট সুপার মার্কেটে থাইয়ের কাজ করছিলো। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। পরে আলম নামে এক ব্যক্তি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রাসেল/