রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে দায়িত্ব পালনকালে বোমার বিস্ফোরণে পুলিশের দুইজন সদস্য আহত হয়েছেন।
শনিবার রাতে এ ঘটনা ঘটে। আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, এএসআই শাহাবুদ্দন ও কনস্টেবল আমিনুল ইসলাম।
নিউ মার্কেট থানার ডিউটি অফিসার আবু সালেহ বলেন, বোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহতের সংবাদ শুনেছি। ঘটনাস্থলে ওসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। তবে, এটি হাতবোমা নাকি অন্য কিছু এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, আমিনুলের হাতের আঙুলে ও শাহবুদ্দীন দুই পায়ে আঘাত পেয়েছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
আজকের বাজার/এমএইচ