রাজধানীতে পুলিশের এক ভুয়া এসপিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)। সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মিরপুরের শাহআলী থানার সুলতান উল-আউলিয়া হযরত শাহআলী বুগদাদী(র.)মাজারের ভেতর থেকে তাকে আটক করা হয়।
তার নাম মো: ফজলুর রহমান ওরফে কান্দু(৪০)। তার কাছ থেকে নকল ওয়াকিটকি সেট ও পুলিশ পরিচয়পত্র আইডি)কার্ড ও কিছু নগদ টাকা উদ্বার করা হয়। আজ মঙ্গলবার র্যাব-৪ এর সহকারী পরিচালক(মিডিয়া কো-অর্ডিনেটর)সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বাসসকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দিবাগত রাতে শাহআলী মাজারের ভিতর থেকে নকল ওয়াকিটকি সেট ও পুলিশ আইডি কার্ডসহ তাকে আটক করা হয়। র্যাবের এ কর্মকর্তা বলেন, কান্দু র্দীঘ দিন যাবৎ পুলিশ অফিসার পরিচয়ে মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকার মাদক ব্যাবসায়ী, জুয়ার আসর পরিচালনাকারী, কালোবাজারি এবং মাজারে অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। এসপি পরিচয়ে তিনি বিভিন্ন লোকের কাছ থেকে মোটা অংঙ্কের টাকা হাতিয়ে নিতো। র্যাবের জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান