রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মলম পার্টির অভিযুক্ত চার সদস্যকে আটক করেছে বলে জানিয়েছে র্যাব-২। এসময় তাদের কাছ থেকে চেতনা নাশক ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন- অজ্ঞান পার্টির সদস্য মো. মোফাজ্জল হোসেন (২৪), মো. সাগর সৌরভ (২২), মো. সেলিম (২৩) এবং মো. সালমান (২১)।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার সন্ধ্যা পৌনে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় সংঘবদ্ধ অজ্ঞান পার্টির চার সদস্যকে আটক করে র্যাব। আটককৃত আসাসিদের কাছ থেকে চেতনানাশক ঔষধ, মলম, দৃষ্টিভ্রম করার টাইগার বাম ও তাদের ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়।
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঈদকে কেন্দ্র করে গণপরিবহনে চলাচলকারী সাধারণ যাত্রীদের নিজেদের টার্গেট বানানো কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান