রাজধানীতে মাদকবিরোধী অভিযান শুরু

দেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এবার রাজধানীতে শুরু হলো মাদকবিরোধী অভিযান।

বৃহস্পতিবার (২৪ মে) ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে এ অভিযানের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

এ সময় তিনি বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন এলাকায় মাদক ব্যবসায়ীদের স্থান হবে না। তালিকা অনুযায়ী সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। পার পাওয়ার সুযোগ থাকবেনা। জনগণকে মাদকের আগ্রাসন থেকে মুক্ত করাই এ অভিযানের উদ্দেশ্য।’

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, প্রথম রমজান থেকে মাদকের বিরুদ্ধে আমাদের চিরুনি অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ অনেক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন এলাকার সকল মাদক স্পট গুড়িয়ে দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, ডিবির অতিরিক্ত কমিশনার দেবদাশ ভট্টাচার্য, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায়, যুগ্ম কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাসেল/