চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ১৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ।
মঙ্গলবার (২৬ জুন) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিঃ উপ কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গেন্ডারিয়া এলাকায় করাতিটোলা, স্বামীবাগ, মুন্সিরটেক, দয়াগঞ্জ বাজার অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ১৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০ অ্যাম্পুল প্যাথেডিন, ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৩৩৬০ পুরিয়া হেরোইন ও ১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
সোমবার (২৫ জুন) রাতে সংশ্লিষ্ট থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও ডগ স্কোয়াড এই অভিযান পরিচালনা করেন।
রাসেল/