চলমান মাদকবিরোধী অভিযানে রাজধানীতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২০ জুলাই) সকাল ৬টা থেকে শনিবার (২১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর ৪৯টি থানায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সূত্র জানায়, অভিযানের সময় ৫৪ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১৯১২ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৪৩৫ গ্রাম ১০৩০ পুরিয়া হেরোইন ও ৪০০ গ্রাম ২০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা হয়েছে।
আজকের বাজার/একেএ