রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসা ও সেবনের অপরাধে ৬৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার, ১৯ মার্চ সকাল ৬টা থেকে মঙ্গলবার, ২০ মার্চ সকাল ৬ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৫৫০ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ১৫১ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি ১১০ গ্রাম গাঁজা ও ৮৫০ টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
এ বিষয়ে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মাসুদুর রহমান জানান, আটকরা মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরএম/