রাজধানীতে মাদকসহ ৩৪ জন গ্রেপ্তার

মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।

রাজধানীর বিভিন্ন এলাকায় বুধবার ২৮ ফেব্রুয়ারি সকাল ৬টা  অভিযান শুরু হয়। বৃহস্পতিবার ১ মার্চ সকাল ৬টা পর্যন্ত অভিযান চলে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ৯৯৭ গ্রাম ৫৫০ পুরিয়া হেরোইন, ২ হাজার ৯২৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৯০০ গ্রাম গাঁজা ও ৪০০ মিলি মদ উদ্ধার করা হয়।

ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, গ্রেপ্তাররা মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরএম/