রাজধানীতে মাদকাসক্তের ছুরিকাঘাতে হকার নিহত

রাজধানীর শাহবাগে ছুরি বিক্রেতা এক হকারের গলায় ছুরি চায়িলে হত্যা করেছে এক ব্যক্তি। পুলিশের ধারণা ওই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন।

মঙ্গলবার (১৫ মে) সকালে শাহবাগ ফুটব্রিজে এ হত্যাকাণ্ড ঘটে বলে নিশ্চিত করেছেন রমনা জোনের উপকমিশনার মারুফ হোসেন সর্দার।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মারুফ হোসেন সর্দার বলেন, সকাল ৯টার দিকে ফুটব্রিজে তাদের মধ্যে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। এক পর্যায়ে হকারের কাছ থেকে ছুরি কেড়ে নিয়ে তার গলায় আঘাত করে ওই ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হকার নূর নবীকে মৃত ঘোষণা করেন।

রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, হত্যাকারী ওই ব্যক্তির নাম খায়রুল, বয়স ৪৩ বছর। ঘটনার পরপরই তাকে পিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয় জনতা। আর নিহত ওই হকারের নাম নূর নবী, বয়স ২৩ বছর। ফুটব্রিজের ওপর নিয়মিত বসে জিনিসপত্র বিক্রি করত সে।

আজকের বাজার/ এমএইচ