রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ সোমবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
তাদের কাছ থেকে ২২ হাজার ৩৪৪ পিস ইয়াবা, ১৩৯ গ্রাম হেরোইন, ৩৩০ গ্রাম গাঁজা, ২৪৬ বোতল ফেন্সিডিল ও ৪০ বোতল দেশি মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ৩০টি মামলা করা হয়েছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান