রাজধানী ঢাকায় মাদক বিরোধী অভিযানে অন্তত ৪৭ জনকে আটক করা হয়েছে। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আটকের সময় তাদের হেফাজত থেকে ১১০২ পিস ইয়াবা, ৪০ বোতল ফেনসিডিল, ২৮৮ গ্রাম হেরোইন ও ৩৮৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২১ জুন) সকাল ৬টা থেকে শনিবার (২২ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।
তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা হয়েছে।
আজকের বাজার/এমএইচ