রাজধানীতে মাদক বিরোধী অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ।
এসময় তাদের কাছ থেকে ১হাজার ৩৮৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৯০গ্রাম ১১০ পুরিয়া হেরোইন, ১কেজি ৬৮০ গ্রাম গাঁজা ও ৫৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞাপ্ততে আজ এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।