রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসা ও সেবনের অপরাধে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।
শনিবার সকার থেকে রোববার, ১১ মার্চ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৮৭১ গ্রাম ৬১৮ পুরিয়া হেরোইন, ১৯ হাজার ২২৯ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫০ গ্রাম গাঁজা, ১৯ বোতল ফেন্সিডিল, ৩৩৬ ক্যান বিয়ার, ৩৬ লিটার দেশী মদ ও ৭টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
এ বিষয়ে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসা ও মাদক সেবনের সাথে জড়িত। তাদের প্রত্যেকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরএম/