রাজধানীতে বিভিন্ন স্থানে অভিযান করে মিশরিয়া জাল ভিসাসহ তিন জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা উত্তর বিভাগ।
গ্রেফতারকৃতরা হল রাসেল মোল্লা (২৬), শরিফ (৩০) ও মোফাজ্জল হোসেন নাইম (২৪)। এ সময় তাদের হেফাজত হতে ৫টি মিশরিয়া জাল ভিসা যুক্ত বাংলাদেশী নাগরিকদের পাসপোর্ট এবং জাল ভিসা তৈরীর কম্পিউটার হার্ডডিক্স উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০ টায় থেকে রাত ০৮ টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালায় উত্তরা জোনাল টিম। অভিযানকালে উত্তরা পশ্চিম, ভাটারা ও পল্টন থানা এলাকা হতে জাল ভিসাসহ তাদের গ্রেফতার করা হয়।
উক্ত ঘটনায় ডিএমপি’র উত্তরা পশ্চিম থানায় মামলা রুজু করা হয়েছে।
আজকের বাজার/এমএইচ