রাজধানীতে যুবকের আত্মহত্যা

রাজধানীর শনির আখড়ায় গলায় ফাঁস লাগিয়ে রাকিব হোসেন (২৪) নামে এক যুবক আত্নহত্যা করেছে। ২৭ আগস্ট রবিবার বেলা ৩টার দিকে বাসার পাশে এক প্রতিবেশির বাসায় রাকিব গলায় গামছা পেচিয়ে ফাঁস দিয়ে আত্নহত্যা করে বলে জানিয়েছেন রাকিব হোসেনের চাচাতো ভাই শফিকুল ইসলাম। মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

ঝালকাঠির নলছিটি উপজেলার তৌকাঠি গ্রামের রবিউল হোসেনের সন্তান রাকিব বাবা-মার সঙ্গে শনি আখড়া জাপানী বাজার সৃতি ধারা এলাকায় থাকতো এবং স্থানীয় একটি ফ্রিজ-টিভির শোরুমে চাকরি করতো। কি কারনে রাকিব আত্নহত্যা করেছে স্বজনরা জানাতে পারেনি।

তবে তার চাচাতো ভাই শফিকুল জানান, মৃত রাকিবের পকেটে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে লিখা আছে, “চুরি ব্যাপারে আমি কিছুই জানি না, আমার মৃত্যু জন্য বিপ্লব ভাই দায়ী।” ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্স উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

আজকের বাজার: এমএম/ ২৮ আগস্ট ২০১৭