রাজধানীর শাহজাহানপুর গুলবাগে জিন্নাতুর রহমান জিন্নাত (২৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
রোববার ১১ জুন বিকেল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় গুলবাগের স্থানীয় ৩ যুবক তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জিন্নাত ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার আবু সিদ্দিকের ছেলে।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা এক যুবক শাহ আলম জানায়, গুলবাগ পাবনা গলিতে আহত অবস্থায় সে পড়ে ছিল। অসংখ্য লোকজন তাকে ভিড় করে দাঁড়িয়ে ছিল। আমরা ৩জন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি।লোকজনের মুখে শুনেছি, সে ভবন থেকে পড়ে গেছে।
এদিকে মৃতের মোবাইল ফোনে মুন্সিগঞ্জের ‘নুমানী হিমাগার’র ম্যানেজার হেলাল উদ্দিন জানান, জিন্নাত এই হিমাগারে অফিস সহকারী হিসেবে চাকরি করে। আজকে অফিসের কিছু কাগজপত্র (ভাউচার) নিয়ে তার গুলশান-১ যাওয়ার কথা। তবে সে কীভাবে বা কেন গুলবাগে গেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই বাবুল মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত জিন্নাতের শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন আছে। মৃত্যুর বিষয়ে আমাদের বেশ সন্দেহ হচ্ছে। ওই ৩ যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আজকের বাজার: আরআর/ ১১ জুন ২০১৭