রাজধানীর বনানী থেকে যুবলীগ নেতা সোহেলের দেহরক্ষী কাজী রাশেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, অন্য কোথাও হত্যা করে কেউ সেখানে লাশ ফেলে গেছে।
রোববার (১৫ জুলাই) সকালে বনানীর আমতলী এলাকায় জলখাবার হোটেলের পেছনের গলি থেকে গুলিবিদ্ধ এ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত রাশেদের বাবা বাবুল হোসেন বলেন, হত্যাকাণ্ডের পর মহাখালীতে বনভবনের পাশের ওই যুবলীগের অফিসে তালা দিয়ে বনানী থানা যুবলীগের নেতারা এলাকা ছেড়ে পালিয়েছে।
তিনি বলেন, কাছের লোকজনই তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গা ঢাকা দিয়েছে।
বনানী থানার এসআই মো. শাহীন আলম ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারা বা কেন তাকে হত্যা করা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। নিহত রাশেদের বাবা বাদী হয়ে থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।
আজকের বাজার/এমএইচ